বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয় সমূহে ক্লাস-পরীক্ষা বর্জন এবং অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার কোটা সংস্কারের পক্ষের আন্দোলনকারীদের সমাবেশে এবং নির্ধারিত সংবাদ সম্মেলনের ওপর হামলার পর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান এ কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশ এবং সংবাদ সম্মেলন শুরুর আগ মুহূর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর পিস্তল ও রামদা নিয়ে হামলা করেছে বলে অভিযোগ করে তিনি বলেন আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিনি বলেন ওই হামলায় তাঁদের ১২-১৩ জন নেতা কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ছাত্রলীগে অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।
গত এপ্রিল মাসে কোটা সংস্কার আন্দোলন দেশব্যাপী ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। তবে তাঁর এই ঘোষণার বাস্তবায়নের জন্য কোন পদক্ষেপ সরকার এখন পর্যন্ত নেয়নি।