অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে শান্তি আলোচনায় তালিবান নেতাদের প্রতি আহবান পাকিস্তানের


আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় অফগান সরকারের প্রস্তাবিত শান্তি আলোচনায় নি:শর্তভাবে অংশ নেয়ার জন্য তালিবান নেতাদের প্রতি আহবান জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে সন্ত্রাসীদের মদদ দেয়ার পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন তালিবানের সঙ্গে আলোচনার আহবান জানিয়ে আফগান সরকার আশরাফ গানির শান্তি প্রতিষ্ঠার প্রয়াসে পূর্ন সহযোগিতা রয়েছে পাকিস্তানের।

তিনি বলেন সেনা শক্তি দিয়ে এক দশকেরও বেশী সময় ধরে চলমান আফগান সংঘাতের সমাধান হবে না। আলোচনার মধ্যে দিয়েই এর সমাধান সম্ভব। সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়ার ব্যাপারে পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ নাকচ করে দেন ফয়সাল।

XS
SM
MD
LG