অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবল শিক্ষার্থীদের উদ্ধার করতে যাওয়া এক ডুবুরী নিহত


থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে থাম লুয়াং পর্বহের গুহায় ২ সপ্তাহ ধরে আটকে পড়া ১২জন ফুটবল শিক্ষার্থী ও তাদের প্রশিক্ষককে উদ্ধার করতে যাওয়া এক ডুবুরী অক্সিজেনের অভাবে মারা গেছেন। সামারান পুনাম নামের ঐ ডুবুরী একজন সাবেক নেভী সদস্য।

২ সপ্তাহ ধরে চলমান এই উদ্ধার অভিযানে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। ওই উদ্ধার অভিযানে এখন আশংকার কারন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। যদি প্রবল বৃষ্টি হয় তবে বন্যায় গুহার ভেতরের আটকে পড়া ছেলেগুলোকে উদ্ধার কঠিন হবে বলে মন্তব্য করেন অস্ট্রেলিয়া থেকে আসা কেভ রেস্কিউ স্কোয়াডের ক্যাপ্টেন এ্যালার ওয়ারিল্ড।

XS
SM
MD
LG