অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে রয়টারের দুই সাংবাদিকের ১৪ বছরের জেল হতে পারে


রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন নিয়ে তদন্তধর্মী রিপোর্ট করতে যাওয়া, গ্রেফতার হওয়া রয়টারের দুই সাংবাদিকের বিচার প্রক্রিয়া চলবে বলে রায় দিয়েছে মিয়ানমারের আদালত।

৭ মাসের বিচার পূর্ব শুনানীতে রেগুনের এক আদালত সোমবার এক রায়ে বলেছে ওয়া লোন এবং কিয়াও সোয়ে উ নামের দুই সাংবাদিকের বিচার কাজ চলবে।

প্রাচীন অফিসিয়াল সিক্রেট এ্যাক্টের আওতায় তাদেরকে অভিযুক্ত করা হয়। অভিযোগ করা হয় মিয়ানমারের গোপন তথ্য নিয়ে তদন্ত করার মধ্যে দিয়ে তাদের কর্মকান্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকীস্বরূপ এবং তাদের ১৪ বছরের কারাদন্ড হতে পারে।

XS
SM
MD
LG