বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি, ভল্টে রাখা স্বর্ণের গড়মিল এবং এরপর কয়লা চুরির ঘটনা সাম্প্রতিক সময়ে বিতর্কের জন্ম দিয়েছে। বড়পুকুরিয়া খনির ১ লাখ ৪২ হাজার টন কয়লার হিসাব নেই। এ কয়লার দাম অন্তত ২২৭ কোটি টাকা। কয়লা সঙ্কটের কারণে বন্ধ হয়ে গেল বড়পুকরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র।
কয়লা কেসের আগে তথ্যবাজার গরম ছিল বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে সোনা গায়েব বা হিসাবে গড়মিলের খবরে। বাংলাদেশ ব্যাংক ও সরকার থেকে দাবি করা হয়েছে, সোনা ঠিকই আছে। কেন হচ্ছে এসব কি করা যায় এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম এবং সাপ্তাহিক সাপ্তাহিকের সম্পাদক গোলাম মোর্তজা।