অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান নিখোঁজের ঘটনা রহস্যই থেকে গেলো


চার বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান রহস্যই থেকে গেলো। সোমবার ঐ বিমান নাখোঁজ হওয়ার বিষয়ে এক রিপোর্ট বলা হয়, ‘কি হয়েছিল তা কিছুই জানা যায়নি’।

১৯ সদস্যের আন্তর্জাতিক দলটি দীর্ঘ সময়ে তদন্ত অনুসন্ধান ও নানা গবেষণা করে কোনো কুল কিনারা করতে পারেনি।

MH370 এর তদন্ত দলের প্রধান কোক সু চন কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে বলেন একমাত্র ঐ বিমানের ধ্বংসাবশেষ পেলে বলা যেতে পারে কি হয়েছিল, অন্যথায় নয়।

তিনি বলেন বিমানটের পাইলট, ফার্ষ্ট অফিসারের ইতিহাস তদন্ত করা হয়েছে, তাদের আচরণসহ কোনো কিছুতেই কোনো অসঙ্গতি বা বিমানটি অপহরণ হওয়া নাকি অন্য কিছু তা বোঝা য়ায়নি।

২০১৪ সালের ৮ই মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান MH370 বোয়িং ৭৭৭; ২৩৯জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার সময় নিখোঁজ হয়।

XS
SM
MD
LG