অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়ার নাগরিককে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া


দক্ষিন কোরিয়ার পুনরেকিকরণ মন্ত্রণালয় বলছে – গত মাসে তাদের যে এক নাগরীক অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক ছিলো উত্তর কোরিয়ায়, তাকে এখন মুক্তি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে- ৩৪ বছর বয়সী ঐ ব্যক্তি নাম যার সিও বলে বলা হয়েছে, তাকে এখন দক্ষিন কোরিয়ায় ফিরিয়ে দেওয়া হয়েছে সীমান্ত পল্লি পানমুনজাম পেরিয়ে।

পিয়ংইয়াং কতৃপক্ষ সোমবার সৌলকে জানায় ২২ জুলাই অবৈধভাবে উত্তর কোরিয়ায় ঢুকে পড়লে পর সিওকে তারা আটক করে। একীকরণ মন্ত্রণালয় সিও’র মুক্তিকে ইতিবাচক লক্ষন রুপে অভিহিত করেছে। দক্ষিন কোরিয়ার আরো ৬ জন এখনো উত্তর কোরিয়ায় আটক রয়েছেন – যার মধ্যে তিনজন হ’লেন খষ্টান ধর্ম প্রচারক।

XS
SM
MD
LG