রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরায় ২০১৬ সালের ১ জুলাই রাতে সংঘটিত জঙ্গী হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৮ আসামীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ঢাকার সন্ত্রাস বিরোধী একটি বিশেষ আদালত। ওই ৮ জনের মধ্যে দুই জন পলাতক এবং ৬ জন কারাগারে আছেন। বিশেষ আদালত পলাতক দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং ১৬ আগস্ট ওই গ্রেফতারি পরোয়ান সাপেক্ষে তাদের গ্রেফতার করা গেল কিনা তা জানানোর জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে আদেশ দেয়া হয়েছে। মামলা থেকে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে অব্যাহতি দেয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন। গত ২৩ জুলাই পুলিশ চার্জশিট দাখিল করেছে। পুলিশের চার্জশিটে বলা হয়, ওই হামলায় মোট ২১ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই নিহত হন, ৮ জন পরে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর হাতে নিহত হন। উল্লেখ্য, হলি আর্টিজানে জঙ্গী হামলায় ২০ জন-যাদের অধিকাংশই বিদেশী নাগরিক ও দুইজন পুলিশ সদস্য নিহত হন এবং পরে অভিযানে ৫ হামলাকারীও নিহত হন।...ঢাকা থেকে আমীর খসরু