যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উনার টুইটার একাউন্ট থেকে সারা বিশ্বের মুসলমানদের ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে মন্ত্রণালয়ের পক্ষে দেওয়া বিবৃতিতে পম্পেও বলেছেন, বিশ্বের মুসলমানপ্রধান দেশগুলোর সঙ্গে থাকা সুসম্পর্কের জন্য যুক্তরাষ্ট্র গর্বিত। দেশটির মুসলমান নাগরিকদের অবদানের কথা স্মরণ করে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সকল ধর্মের সহঅবস্থানের নীতির প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত দৃঢ়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উনার টুইটার একাউন্ট থেকে সারা বিশ্বের মুসলমানদের ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।