শুক্রবার ডেট্রয়েটের Greater Grace Temple এ প্রখ্যাত শিল্পী আরেথা ফ্রাংকলিনের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিলেন পরিবারের সদস্যবর্গ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনসহ শিল্পী কবি রাজনীতিবিদসহ অসংখ্য মানুষ। কুইন অব সোল খ্যাত প্রিয় এই শিল্পীর শেষকৃত্যানুষ্ঠানের প্রতিবেদনটি করেছেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক সিন্ডি সেইন। শোনাচ্ছেন সেলিম হোসেন।