যেমনটি আমরা সকলেই জানি যে বাংলাদেশে সাধারণ নির্বাচন স্বভাবতই এগিয়ে আসছে । আর এই নির্বাচন নিয়ে কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয় বাংলাদেশের মানুষের মনে আগ্রহ রয়েছে , রয়েছে উদ্দীপনা এবং প্রত্যাশা। প্রত্যাশা এ জন্যই যে প্রতিটি নির্বাচন স্বভাবতই গণতন্ত্রের ভীতকে করে আরও মজবুত। বাংলাদেশের জন্য গণতান্ত্রিক চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বৈধতা দিয়েছিল সত্তুরের নির্বাচন। তদানীন্তন পাকিস্তান সরকার জনগণের রায়কে অগ্রাহ্য করায় ক্ষুব্ধ হয়েছিল বাঙালিরা । সে জন্যই বোধ করি বাংলাদেশের নির্বাচন , গণতন্ত্রের জন্য আশার পথ উন্মোচনের একটা পথ। সমালোচকরা এ কথাও বলেন যে ঐ একটি দিনই জনগণ তার রায় দিতে পারে। তবে নির্বাচন নিয়ে আশংকাও থাকে , নির্বাচনে বৈধতা ও নিরপেক্ষতা , সকল দলের অংশ গ্রহণ , অবাধ ও সুষ্ঠু নির্বাচন আগামিতে সম্ভব কী না , সে নিয়ে ও ভাবছেন অনেকেই । আমরা এই অনুষ্ঠানে সকল পক্ষের , সব মতামত , আশার এবং সংশয়ের কথা তুলে ধরার চেষ্টা করেছি।
আজ আমাদের আলোচক-অতিথি প্যানেলে রয়েছেন বাংলাদেশ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ড নাজমুল আহসান কলিমুল্লাহ। অধ্যাপক কলিমুল্লাহ আপনাকে স্বাগতম। আজ এই প্যানেলে আরো রয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসার ড আলী রীয়াজ। অধ্যাপক আলী রীয়াজ আপনাকে স্বাগতম।