গায়ানার সাবেক প্রেসিডেন্ট আহমেদ সেকু তৌরের পুত্র মোহামেদ তৌরে ও তার স্ত্রী মিসেস ডেনিস ক্রসতৌরের ডালাসের বাড়ীতে এক গায়ানীজ তরুনীকে দাস হিসাবে রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের সম্মুখীন হয়েছেন।
তার আইনজীবি বলেছেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়, সাজানো।
সকরারী আইনজীবি বলেন, তৌরে পরিবার অজ্ঞাত ওই মেয়েটিকে যুক্তরাস্ট্রে এনেছিল ২০০০ সালে। তখন তার বয়স ছিল ৫ বছর আর এখন তার বয়স ১৩।
২০১৬ সালে তৌরে পরিবারের প্রতিবেশিরা মেয়েটিকে উদ্ধার করে YWCA তে নিয়ে যায়। তদন্তকারীদেরকে মেয়েটি জানায় তারকে দিয়ে জোর করে কাজ করানো হতো, রান্না, পরিচ্ছন্নতা এবং শিশুদের যত্ন নেয়াসহ নানা কাজ করানো হতো তাকে দিয়ে।
এই মামলায় অভিযোগ প্রমানিত হলে তৌরে দম্পতির সাজা হতে পারে ৩০ বছেরর জেল এবং ৫ লাখ ডলার জরিমানা।