একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ আওয়ামীলীগ কার্যালয়ে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে চুড়ান্ত প্রার্থী ঘোষনা । এই মনোনয়নকে কেন্দ্র করে বঙ্গবন্ধু এভিনিউতে ছিল দলীয় লোকদের উপচে পড়া ভীড় । এসময় দলীয় লোকজন নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আওয়ামীলীগ থেকে যারা মনোনয়ন পেলেন, তারা নির্বাচিত হয়ে দেশের জন্য কি করবেন তা তুলে ধরলেন। এবারের নির্বাচনে ৩০০ আসনে ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তা থেকে যাচাই বাছাই করে ২৩০ জনের মনোনয়ন চুড়ান্ত করা হয়। বাকী ৭০টি আসন জোটের প্রার্থীদের জন্য নির্ধারন করা হয়েছে। ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রিপোর্ট)।