অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার যুক্তরাষ্ট্রের সেনা ফেরানোর সিদ্ধান্তে অপ্রস্তুত মিত্ররা


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এই অকস্মাৎ ঘোষণা যে আমেরিকান বাহিনীকে সিরিয়া থেকে প্রত্যাহারের কাজ শুরু হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের সিরীয় কুর্দি মিত্র আতঙ্ক প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এই অকস্মাৎ ঘোষণা যে আমেরিকান বাহিনীকে সিরিয়া থেকে প্রত্যাহারের কাজ শুরু হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের সিরীয় কুর্দি মিত্র আতঙ্ক প্রকাশ করেছে।

তারা বলছে যে দ্রুত প্রত্যাহারের কারণে তুরস্ক , ফোরাত নদীর পুবে তাদের বিরুদ্ধে অভিযআন চালাতে পারে এবং তাতে তাদের সঙ্গে যুক্ত আরব যোদ্ধারা পৃথক হয়ে সিরীয় নেতা বাশার আল আসাদের দলে ভিড়তে পারে।

এক বিবৃতিতে কুদী নের্তৃত্বাধীন সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্সেস বলেছে যে যুক্তরাষ্ট্রের সৈন্য সরে আসার একটা নেতিবাচক প্রভাব পড়বে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের উপর এবং এর ফলে ঐ দলটি পণর্গঠিত হবার সুযোগ পাবে।

রাশিয়া ট্রাম্পের এই সিদ্ধান্তকে এই বলে স্বাগত জানিয়েছে যে এর ফলে সেখানকার সংকটের রাজনৈতিক সমাধানের একটা সুযোগ সৃষ্টি হয়েছে।

ট্রাম্প প্রশাসন প্রত্যাহারের কোন রকম বিস্তারিত পরিকল্পনা জানায়নি এবং এই ব্যাখ্যা ও পাওয়া যায়নি যে সৈন্যরা চলে আসার পর , যুক্তরাষ্ট্র কি ভাবে এই সংঘাতের সঙ্গে সংযুক্ত থাকবে। তবে ঐ অঞ্চলে কৃর্দি এবং তুর্কি সৈন্যদের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্কে তাৎক্ষণিক পরিণতি হতে পারে।

XS
SM
MD
LG