অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের দুটি যুদ্ধ বিমান ভুপাতিত করার দাবী করেছে পাকিস্তান


পাকিস্তান ব’লছে- তাদের বিমান বাহিনী ভারতের দু’টি যুদ্ধ বিমান ভুপাতিত ক’রেছে- বিমান দু’টি আজ বুধবার কাশ্মীরের বিরোধিত ভূখন্ডের ওপরকার আকাশে তাদের সীমান্তে চলে এসেছিলো।

পাকিস্তান ব’লছে- তাদের বিমান বাহিনী ভারতের দু’টি যুদ্ধ বিমান ভুপাতিত ক’রেছে- বিমান দু’টি আজ বুধবার কাশ্মীরের বিরোধিত ভূখন্ডের ওপরকার আকাশে তাদের সীমান্তে চলে এসেছিলো।

পাকিস্তানের মেজর জেনারেল আসীফ গফুর ব’লেছেন – একজন বৈমানিককে, তাঁর বিমান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত হ’লে পর তাঁকে পাকড়াও করা হয়েছে- অপর যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় ভারতের দিকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে- পাকিস্তানের তরফে, নিয়ন্ত্রণ রেখার এধারে, বিমান বাহিনীর আগ্রাসী তৎপরতা প্রতিহত করা হ’য়েছে – তবে, দূর্ভাগ্যক্রমে একটি মিগ টুয়েন্টি ওয়ান বিমান খোয়া যায় এবং ঐ বিমানের বৈমানিক সংঘাত তৎপরতা চলাকালে নিখোঁজ হয়েছেন। বলা হয় পাকিস্তানের একটি বিমান ভুপাতিত হয়েছে এবং সেটিকে পাকিস্তানের দিকে পড়তে দেখা গিয়েছে।

আকাশচারী ঐ বিমানগুলোর সংঘাত তৎপরতা শুরু হয়, নিয়ন্ত্রণ রেখার অপর পাশ থেকে, ভারতীয় সেনাদের মর্টার আক্রমনে চার ব্যক্তি নিহত হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষনা প্রচারিত হবার পর পরই।

মঙ্গলবার ভারতের যুদ্ধ বিমান কাকভোরে অভিযান চালায় পাকিস্তানে জায়শে মোহাম্মদ প্রশিক্ষন শিবীরের ওপর।

XS
SM
MD
LG