অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প-কিম বৈঠকের সফলতা বিফলতা বিশ্লেষণ


আমরা সকলেই জানি কোরিয় উপদ্বীপকে পরমানূমুক্ত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় প্রস্থের শীর্ষ বৈঠক চলছে ভিয়েতনামের হ্যানয়ে।

আমরা সকলেই জানি কোরিয় উপদ্বীপকে পরমানূমুক্ত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় প্রস্থের শীর্ষ বৈঠক চলছে ভিয়েতনামের হ্যানয়ে।

গত বছরের জুনে তাঁরা শুরু করেছিলেন প্রথম ঐতিহাসিক শীর্ষ বৈঠক সিঙ্গাপুরে।

হ্যানয়ে বৈঠকের শুরুতে সংক্ষিপ্ত মন্তব্যে প্রসিডেন্ট ট্রাম্প বলেন প্রথম শির্ষ বৈঠক যেমন সফল হয়েছিলো, মনে হয় এই দ্বিতিয়টিও তেমনি সার্থক হবে।

কিম জং উন আশবাদ ব্যক্ত করে – বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠক তাঁর সাফল্যমন্ডিত হবে- সবাই খুশি হবেন এমোনটাই ফললাভ অর্জিত হবে ব’লে মনে হয় তাঁর।

উত্তর কোরিয় নেতার সঙ্গে তাঁর দ্বিতীয় শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প এক টূইটবার্তায় পরমানূ অস্ত্র পরিত্যাগ ক’রে দেশের জন্যে চমৎকার একটা ভবিষ্যত সূনিশ্চিত করার জন্যে তাঁর বন্ধুপ্রতীম কিমের প্রতি আহ্বান জানান।

এখন দুই নেতার এই শীর্ষ বৈঠকের মধ্যে দিয়ে কি ফলাফল বেরিয়ে আসবে আমরা কেউ জানিনা। এর ইতিবাচক নেতিবাচক কি কি দিক রয়েছে, গোটা বিশ্ব এ থেকে কিভাবে উপকৃত হবে; কারো কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নিচ্ছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের এ্যাডজাংক ফ্যাকাল্টি ড. সাইদ ইফতেখার।

please wait

No media source currently available

0:00 0:43:30 0:00

XS
SM
MD
LG