অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপির নির্বাচনী ইশতেহারের প্রতিবাদ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের


ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সোমবার তাদের যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তাতে অন্যতম প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- তারা আবারও ক্ষমতায় গেলে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল পাস করানো হবে। আর এর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সোমবার তাদের যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তাতে অন্যতম প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- তারা আবারও ক্ষমতায় গেলে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল পাস করানো হবে। আর এর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে।

বিজেপির নির্বাচনী ইশতেহারের এই প্রতিশ্রুতির তীব্র প্রতিবাদ ও আপত্তি জানিয়েছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ভয়েস অব আমেরিকার সাথে এক সাক্ষাতকারে বিজেপির ওই প্রতিশ্রুতির বিরোধীতা করে বলেন, এতে বাংলাদেশের নাগরিক ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থান এবং পরিস্থিতিকে জটিল ও বিপদাপন্ন করে ফেলা হতে পারে। অপরাধীদের দেয়া হতে পারে উস্কানি।
ঢাকায় বিশ্লেষকগণ মনে করেন, বিজেপির নির্বাচনী ইশতেহারে ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতিসহ অন্যান্য কিছু বিষয়ে তাদের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে অবিশ্বাস ও সন্দেহ সৃষ্টি করতে পারে।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG