অ্যাকসেসিবিলিটি লিংক

তরুণদের উদ্যোগগুলো এগিয়ে নেওয়া না হলে বাংলাদেশের উন্নত দেশ হওয়ার স্বপ্ন পূরণ সহজ হবে না


সম্প্রতি ঘোষণা করা হলো জাতীয় বাজেট ২০১৯-২০২০। এই বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। আর আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯৭৮ কোটি টাকা। অর্থাৎ ১ লাখ ৪১ হাজার ২১২ কোটি টাকা ঘাটতি নিয়ে আগামী অর্থবছরটি শুরু হবে। এই বাজেট নিয়ে তরুণ ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তারা কি ভাবছেন, তা জানতে জাতীয় এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা কথা বলেছিলাম কয়েকজন তরুণ ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তা ও তরুণ শিল্প উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন এমন কয়েকজন ব্যাক্তিত্বের সাথে।

XS
SM
MD
LG