অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে শান্তি আলোচনা


আফগানিস্তানে বছরের পর বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে কাতারে চলমান শান্তি আলোচনায় একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।

আফগানিস্তানে বছরের পর বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যে কাতারে চলমান শান্তি আলোচনায় একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।

অফগানিস্তানে জন্ম নেয়া যুক্তরাষ্ট্রের কুটনীতিক জালমে খালিলজাদ ঐ আলোচনায় যুক্তরাষ্ট্রের দলের নেতৃত্ব দিচ্ছেন। তালিবান দলের অগ্রগতির কথা বলতে গিয়ে সুহাইল শাহীন ভয়েস অব আমেরিকাকে বলেন চুক্তির ড্রাফট প্রস্তুতের কাজ চলছে।

তিনি বলেন, “দুই পক্ষই চেষ্টা করছে এই রাউন্ডের আলোচনা যেনো অর্থপূর্ন হয় এবং আশা করা হচ্ছে একটি ভালো ফল আসবে। আলোচনা আরো কয়েকদিন চলতে পারে”।

প্রাথমিকভাবে এই আলোচনার মূল বিষয় হচ্ছে তালিবানের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেয়া যে জঙ্গী নিয়ন্ত্রিত আফগানিস্তানের অঞ্চলগুলোতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ যেনো না হয়; তার পরিবর্তে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা নেটো সেনা বহর অফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হবে।

XS
SM
MD
LG