অ্যাকসেসিবিলিটি লিংক

অভিবাসি সম্পর্কে ফেসবুকে পোষ্ট দেয়ার অভিযোগে বর্ডার এজেন্টের বিরুদ্ধে তদন্ত


অভিবাসি এবং ল্যাটিন আমেরিকার আইনপ্রনেতাদের সম্পর্কে বর্ণবাদী, যৌন উত্তেজক এবং সহিংস পোষ্ট ফেসবুকে দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কিছু সীমান্ত নিরাপত্তা কর্মী বা বর্ডার পেট্রোল এজেন্টের বিরুদ্ধে তদন্ত করছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

অভিবাসি এবং ল্যাটিন আমেরিকার আইনপ্রনেতাদের সম্পর্কে বর্ণবাদী, যৌন উত্তেজক এবং সহিংস পোষ্ট ফেসবুকে দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কিছু সীমান্ত নিরাপত্তা কর্মী বা বর্ডার পেট্রোল এজেন্টের বিরুদ্ধে তদন্ত করছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

প্রোপাবলিকা তদন্ত সাইটে বলা হয় ঐসব ফেসবুক পোস্টে যৌন উত্তেজক ছবি এবং মন্তব্য ছিল যাতে অভিবাসিদের মৃত্যু নিয়ে তামাশা করা হয়। সম্প্রতি সালভাদরের এক পিতা ও তার দুই বছর বয়সী কন্যার ডুবে মারা যাওয়ার ভাইরাল হওয়া ছবিও ছিল।

ঐ ফেসবুক গ্রুপের নাম "I'm 10-15”

প্রোপাবলিকার তথ্য অনুযায়ী সীমান্তের জেলে বন্দী ১৬ বছর বয়সী এক বালকের মৃত্যুতে সীমান্তকর্মীরা Oh, well. If he dies, he dies মরলে মরু’ এ ধরনের মন্তব্য করেন।

তারা ডেমোক্রেট ও মধ্যপন্থধীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন সালভাদরিয়ান ঐ লোক ও তার মেয়ের ছবি বানানো।

এছাড়া অভিবাসিদের বিরুদ্ধে বর্ডার এজেন্টদের নানা নেতিবাচক বিষয়ের অভিযোগের তদন্ত চলছে বলে জানা যাচ্ছে।

XS
SM
MD
LG