অ্যাকসেসিবিলিটি লিংক

'ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা'র এক অভিযানের নাম 'নারীর চোখে বাংলাদেশ'


নারীদের সামাজিক সংগঠন 'ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা'র এক অভিযানের নাম 'নারীর চোখে বাংলাদেশ'। এই অভিযানে বাংলাদেশের তরুণী সাকিয়া হক এবং মানসী সাহা বাইক চালিয়ে সারাদেশের ৬৪ জেলার প্রত্যন্ত এলাকা ভ্রমণ করেন। ভ্রমণে বিভিন্ন জেলায় অংশ নিয়েছেন শামসুন নাহার সুমা, সিলভী রহমান, জান্নাতুল ফেরদৌস সুভা, নিঝুম রিফা, নুসরাত জাহান রিজভী, ফারিয়া ফেরদৌস, কাজী শান্তা, আছমা আক্তার, নাজমুন নাহার মুক্তা, জান্নাতুল ফেরদৌস, মুনতাহা রহমান। তাঁরা কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কেউবা সদ্য স্নাতক। নারীদের সচেতনতামূলক কাজে অংশ নেয়ার পাশাপাশি দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন তারা। ২০১৭ সালের ৬ই এপ্রিল এ শুরু করা যাত্রা তারা শেষ করেন ৫ই এপ্রিল । ৬৪ জেলার এই সফর শেষ করতে তাদের সময় লাগে দুই বছর। এই সফরে প্রতিটি জেলায় একটি করে স্কুলে তারা ওই স্কুলের মেয়েদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময়ের মধ্যে থাকত মহান মুক্তিযুদ্ধ, ইভ টিজিং, বয়ঃসন্ধিকালীন সমস্যা ও পরিচ্ছন্নতা, বাংলাদেশের দর্শনীয় স্থান, আত্মরক্ষার কৌশল, বাল্যবিবাহসহ সাম্প্রতিক নানা বিষয়।

XS
SM
MD
LG