অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উন্নাও ধর্ষণ মামলা সুপ্রিম কোর্টে উঠেছে


উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি বিধায়ক কূলদীপ সঙ্গর কর্মপ্রার্থী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বছর ধরে জেলে থাকলেও তার বিরুদ্ধে মামলা চলছিল অত্যন্ত ধীর গতিতে। এর মধ্যে ধর্ষিতা তাঁর দুই আত্মীয়া ও আইনজীবীকে নিয়ে গাড়ি করে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন।

উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিজেপি বিধায়ক কূলদীপ সঙ্গর কর্মপ্রার্থী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বছর ধরে জেলে থাকলেও তার বিরুদ্ধে মামলা চলছিল অত্যন্ত ধীর গতিতে। এর মধ্যে ধর্ষিতা তাঁর দুই আত্মীয়া ও আইনজীবীকে নিয়ে গাড়ি করে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন।

আত্মীয়া দু'জনেই মারা যান। পুলিশ প্রমাণ পেয়েছে যে সঙ্গর জেল থেকেই কলকাঠি নেড়েই ওই দুর্ঘটনা ঘটিয়েছে। আজ বৃহস্পতিবার এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে ঘটনাবলী দ্রুত এগোতে থাকে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সিবিআইকে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলেছেন। এ ছাড়া তাঁর নির্দেশ, উন্নাও সংক্রান্ত পাঁচটি মামলাই উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তর করতে হবে, গোটা মামলা ৪৫ দিনে শেষ করে অপরাধীকে শাস্তি দিতে হবে, উত্তরপ্রদেশ সরকারকে কালকেই ধর্ষিতার পরিবারের হাতে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং ওঁদের সকলের নিরাপত্তার জন্য সিআরপিএফ-এর পাহারার ব্যবস্থা করতে হবে। বিজেপি আজকেই সঙ্গরকে দল থেকে বহিষ্কার করেছে। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

XS
SM
MD
LG