অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতী ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র


সিরিয়ার সর্বশেষ সন্ত্রাসী অধ্যুষিত যুদ্ধপ্রবণ অঞ্চল ইদলিবে যুদ্ধবিরতী ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সিরিয়ার সর্বশেষ সন্ত্রাসী অধ্যুষিত যুদ্ধপ্রবণ অঞ্চল ইদলিবে যুদ্ধবিরতী ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রনালয় সতর্ক করে এক বার্তায় বলেছে অসামরিক লোকজন ও অসামরিক স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় চলমান শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বিরতী প্রয়াসের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

সিরিয়া সংঘাতের কোন সামরিক সমাধান নেই মন্তব্য করে যুক্তরাষ্ট্র বলেছে সিরিয়ায় শান্তি ও স্থিতি প্রতিষ্ঠার জন্যে একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক সমঝোতা।

গত এপ্রিল থেকে উত্তর পশ্চিম সিরিয়ায় সংঘাতে হাজার হাজার অসামরিক লোকজন মারা যান, বহু মানুষ বাস্তচ্যুত হন। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ শান্তি প্রক্রিয়ায় সহায়তার আস্বাস দিয়েছে।

XS
SM
MD
LG