অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং এ বিক্ষোভ সীমাবদ্ধ আকারে করার আদেশ দিয়েছে আদালত


হংকং এ চলমান সরকার বিরোধী বিক্ষোভ সীমাবদ্ধ আকারে করার আদেশ দিয়েছে আদালত। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ এক ঘোষণায় এ তথ্য জানায়। বুধবার থেকে হংকং বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে।

হংকং এ চলমান সরকার বিরোধী বিক্ষোভ সীমাবদ্ধ আকারে করার আদেশ দিয়েছে আদালত। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ এক ঘোষণায় এ তথ্য জানায়। বুধবার থেকে হংকং বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে।

বিশ্বের সবচেয়ে ব্যাস্ত বিমানবন্দরগুলোর একটি হংকং বিমানবন্দর ঐ বিক্ষোভের কারনে সৃষ্ট সংঘাত অবস্থায় কার্যত অচল হয়ে পড়ায় হাজার হাজার আন্তর্জাতিক রুটের যাত্রী আটকে পড়েন সেখানে। শত শত ফ্লাইট বাতিল হয়, এবং আটকে পড়া যাত্রীরা খাদ্য পানীয়সহ নানা ধরনের সমস্যায় পড়েন।

আদালতের নির্দেশ অনুসারে বিক্ষোভকারীরা শুধুমাত্র নির্ধারিত স্থানে জড়ো হতে পারবেন। বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ঐ ঘোষণার পর থেকে হংকং বিমানবন্দরে বিমান ওঠানামা বুধবার শুরু হয়েছে।

মঙ্গলবার এয়ারপোর্টের পথ আটকে রাখা প্রতিবাদকারীদের পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে। তাদের ওপর মরিচ পানি স্প্রে করা হয়, লাঠিচার্জ করা হয়। ৫ জনকে গ্রেফতার করা হয়। দুইজন পুলিশ আহত হন।

বিক্ষোভকারীরা একজন সাংবাদিককে পেটায় বলেও খবর পাওয়া গেছে। ঐ সাংবাদিক চীন থেকে এসেছিল বলে বলা হয়।

দশ সপ্তাহ আগে এক্সট্রাডিশন বিল বা বিচারার্থে প্রত্যার্পন বিল বাতিলের দাবীতে যে শান্তিপূর্ন সমাবেশ শুরু হয়েছিল তা পরবর্তীতে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সহিংস আন্দোলনে রূপ নেয়। এখন তারা দাবী করছেন হংকং এ গনতন্ত্র প্রতিষ্ঠার। জুন থেকে এ পর্যন্ত ৬০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

XS
SM
MD
LG