পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন বিতর্কিত জম্মু কাশ্মীরের শায়ত্বশাষণ বাতিলের বিষয়ে ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তে আঞ্চলিক শান্তি বিনষ্ট হতে পারে।
পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে দেয়া ভাষণে ইমরান খান এ বক্তব্য দেন।
ভারত, জম্মু কাশ্মীর বিষয়ে ঐ সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি সেখানে মোতায়েন করেন বিপুল সংখ্যক নিরাপত্তা প্রহরী। গ্রেফতার করা হয় বহু মানুষ। কড়া নিরাপত্তা অনুশাষন জারি করা হয়। পরে অবশ্য তা শিথিল করা হয়।
ইমরান খান বলেন, “স্বাধীনতা দিবস আমাদের সকলের জন্যে খুশির দিন। কিন্তু আমরা গভীর দু:খের সঙ্গে ভারত দখলকৃত জম্মু কাশ্মীরের ভাই বোনদের দুর্দশায় দু:খিত। আমি তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আমরা আপনাদের পাশে আছি”।
ইমরান খান বুধবার আজাদ কাশ্মীর নামে পরিচিত, কাশ্মীরের পাকিস্তান অংশ সফর করেন এবং ভারতীয় অংশের কাশ্মীরীদের জন্য সহমর্মিতা প্রকাশ করেন।