মধ্যপ্রাচ্যে এক ধরনের কুটনৈতিক মঝোতার প্রয়াস চলছে। একদিকে রয়েছে কাতার ও তুরস্ক। অন্যদিকে সৌদী আরব ও মিশরসহ গাল্ফ অঞ্চলের দেশগুলো।
ঐ অঞ্চলে ইরানের প্রভাব এবং ভুমধ্যসাগরের পানিপথের দ্বন্দ্ব, এই দুটিই প্রধান বিষয়। এছাড়া সিরিয়ায় চলমান সংঘাত, মুসলিম ব্রাদারহুড, হামাস এসব বিষয়ে সমঝোতা, ঐক্যমত বা বিতর্ক এসব আসছে কুটনৈতিক সমঝোতা প্রয়াসের আলোচনায়।
যুক্তরাষ্ট্র ও জর্ডানের ভূমিকা খানিকটা মনে হচ্ছে যেনো কাতার ও তুরস্কের দিকে ঝুকেছে।