অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের সঙ্গে বানিজ্য বিরোধ মেটাতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিন কোরিয়া


জাপানের সঙ্গে বানিজ্য বিরোধ মেটাতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিন কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেছেন টোকিও রাজী থাকলে আমরা সমঝোতা আলোচনায় বসতে প্রস্তুত।

জাপানের সঙ্গে বানিজ্য বিরোধ মেটাতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিন কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেছেন টোকিও রাজী থাকলে আমরা সমঝোতা আলোচনায় বসতে প্রস্তুত।

জাপানের শাষণ থেকে কোরিয়া উপদ্বীপ স্বাধীন হবার ৭৪ বছর পূর্তি উপলক্ষ্যে দেয়া ভাষণে মুন জায়ে ইন জাপানকে বানিজ্য বিরোধ মেটানোর আহবান জানান।

জাপান সাম্প্রতিক সময়ে তাদের বানিজ্য অংশীদারের তালীকা থেকে দক্ষিন কোরিয়াকে বাদ দেয়ার প্রেক্ষিতে মুন এ আহবান জানান। মুন তার বক্তব্যে আশা করেন জাপান পূর্ব এশষিয়ায় শান্তি ও স্থিতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।

XS
SM
MD
LG