অ্যাকসেসিবিলিটি লিংক

কঙ্গোয় দুই নতুন ইবোলা আক্রান্তের একজন মারা গেছেন


কঙ্গোর দক্ষিন কিভু প্রদেশে দুই নতুন ইবোলা আক্রান্তের একজন মারা গেছেন। ইবোলা মহামারীতে কঙ্গোয় গত এক বছরে ১৮০০ জন মারা গেছেন।

কঙ্গোর দক্ষিন কিভু প্রদেশে দুই নতুন ইবোলা আক্রান্তের একজন মারা গেছেন। ইবোলা মহামারীতে কঙ্গোয় গত এক বছরে ১৮০০ জন মারা গেছেন।

ইবোলা কিছুটা নিয়ন্ত্রনে আসার খবর শোনা গিয়েছিল কিছুদিন আগে। গত শুক্রবার দুই নতুন ইবোলা আক্রান্তের খবর পাওয়া যায়।

কঙ্গোয় ইবোলা এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে কতৃপক্ষ তা নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছিলো। কঙ্গোলীজদের অনেকেই ইবোলায় আক্রান্ত হয়েও ডাক্তার দেখাতো না. বাড়ীতে থাকতো। ফলে ইবোলা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে।

২০১৪ সালে দক্ষিন আফ্রিকায় ইবোলা মহামারীতে ১১ হাজার মানুষ মারা যান। তার পর এই প্রথম কঙ্গোয় ইবোলা আক্রমন করলো।

XS
SM
MD
LG