অ্যাকসেসিবিলিটি লিংক

হংকংবাসীদের আন্দোলন ১১ সপ্তাহে পড়লো


হংকংবাসীদের গনতন্ত্রের আন্দোলন ১১ সপ্তাহে পড়লো। রবিবার প্রবল বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা হংকং এর বিভিন্ন রাস্তায় মিছিল করেন।

হংকংবাসীদের গনতন্ত্রের আন্দোলন ১১ সপ্তাহে পড়লো। রবিবার প্রবল বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা হংকং এর বিভিন্ন রাস্তায় মিছিল করেন।

হংকং এর ওপর চীনের নিয়ন্ত্রন শিথিল করার দাবী তোলেন তারা। সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট নামের একটি সংগঠন গোটা আন্দোলনটির নেতৃত্বে রয়েছে। রবিবারের বিক্ষোভকে তারা যৌক্তিক ও অহিংস আন্দোলন আখ্যা দেন।

গত সপ্তাহে বিক্ষোভে পুলিশি অভিযান হলে আন্দোলন সহিংস রূপ নেয়। হংকং বিমানবন্দর দখল করেন আন্দোলনকারীরা এবং শত শত ফ্লাইট বাতিল হয়ে হাজার হাজার আন্তর্জাতিক রুটের যাত্রী আটকে পড়েন।

পরে আদালত তাদেরকে সীমারেখা টেনে দেয় এবং বিমানবন্দর পুনরায় চালু হয়।

২৮ বছর বয়সী এক হংকংবাসী বলেন, “বর্তমানের প্রধান বিষয় শান্তি প্রতিষ্ঠা। আমরা দেখাতে চাই যে আমরা সরকারের মতো নয়। মুক্তির জন্যে যুদ্ধ আমরা করে যেতে চাই”।

১১ সপ্তাহ আগে হংকং এ এক্সট্রাডিশন বিল নামে একটি প্রস্তাবিত আইন যার মাধ্যমে বিচারার্থে চীনের কাছে প্রত্যার্পনের বিধি রয়েছে তা বাতিলের দাবীতে শুরু হয়েছিল আন্দোলন। পরে তা গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রুপ নেয়।

XS
SM
MD
LG