অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের সঙ্গে শুল্ক বিরোধ নিয়ে দ্বিতীয় একটি চিন্তা ছিল- প্রেসিডেন্ট ট্রাম্প


রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন চীনের সঙ্গে পারস্পারিক শুল্ক বিরোধ নিয়ে তার দ্বিতীয় একটি চিন্তা ছিল। তবে হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাখ্যায় বলা হয়েছে তিনি বলতে চেয়েছেন যে তিনি যে পরিমান কর বৃদ্ধির কথা বলেছেন তা করেন নি।

রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন চীনের সঙ্গে পারস্পারিক শুল্ক বিরোধ নিয়ে তার দ্বিতীয় একটি চিন্তা ছিল। তবে হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাখ্যায় বলা হয়েছে তিনি বলতে চেয়েছেন যে তিনি যে পরিমান কর বৃদ্ধির কথা বলেছেন তা করেন নি।

গত সপ্তাহে ফ্রান্সে জি-৭ সম্মেলনে যাবার আগে, চীন থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো ৫৫০ বিলিয়ন ডলারের পন্যের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প কর বৃদ্ধির ঘোষণা দেন। তবে তারও আগে চীন বলেছিল তারা চীনে যাওয়া যুক্তরাষ্ট্রের পন্যের ওপর ৭৫ শতাংশ কর আরোপ করবে।

রবিবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক ব্রেকফাস্ট বৈঠকে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন চীনের সঙ্গেকার বানিজ্য বিরোধ নিয়ে তার কোনো আক্ষেপ আছে কিনা।

ট্রাম্প বলেন, “অবশ্যই আছে। আছে- আমার সবকিছুতেই একটি দ্বিতিয় চিন্তা থাকে”।

যুক্তরাষ্ট্রের কোম্পানীগুলোর চীনের পন্য কেনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা আছে কি না- উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন , “চাইলে সেটা করার অধিকার আমার আছে”।

তিনি বলেন চীনের সঙ্গে বানিজ্য আলোচনা চলছে। আশা করা যায় কিছূ একটা সমাধান আসবে।

XS
SM
MD
LG