অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রবৃদ্ধি সারাবিশ্বে সবার উপরে - অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন গত দশ বছর ধরে জিডিপিতে কারেন্ট প্রাইস মেথড অর্থাৎ চলতি বাজার মূল্যের নিরিখে বাংলাদেশের প্রবৃদ্ধি সারাবিশ্বে সবার উপরে রয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন গত দশ বছর ধরে জিডিপিতে কারেন্ট প্রাইস মেথড অর্থাৎ চলতি বাজার মূল্যের নিরিখে বাংলাদেশের প্রবৃদ্ধি সারাবিশ্বে সবার উপরে রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে সোমবার ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রীপরিষদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে ব্রিটেনের রাজধানী লন্ডন ভিত্তিক ‘দ্য স্পেক্টেটর ইনডেক্স’ কর্তৃক গত ২৯ শে আগস্ট প্রকাশিত বিশ্বের ২৬টি শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের অবস্থানের ভিত্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান, যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি শতকরা ১৮৮ ভাগ সেখানে ‘দ্য স্পেক্টেটর ইনডেক্স এর হিসেব অনুযায়ী অন্যান্য দেশের মধ্যে চীন শতকরা ১৭৭, ভারত ১১৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ এবং ব্রাজিল ১৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।

এদিকে, বিশ্বব্যাংকের এক পরিসংখ্যানকে উদ্ধৃত করে দি স্পেক্টেটর ইনডেক্স সম্প্রতি বলেছে বাংলাদেশের ১৯.৬ ভাগ মানুষ এখনও দৈনিক মাত্র ১.৯ ডলারে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00


XS
SM
MD
LG