অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটিশ পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্ত বেআইনী: ঘোষণা স্কটল্যান্ডের সর্বোচ্চ আদালতের


পাঁচ সপ্তাহের জন্য বৃটিশ পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে স্কটল্যান্ডের সর্বোচ্চ আদালত। এডিনবার্গের কোর্ট অব সেশনের তিন বিচারক সর্বসম্মত রায়ে বলেছেন, পার্লামেন্ট স্থগিত করা অসাংবিধানিক।

আগামী মঙ্গলবার লন্ডনে সুপ্রিম কোর্টে এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে। ওই শুনানির আগে পার্লামেন্ট স্থগিতের বিরুদ্ধে কোন আদেশ দেয়নি তিন বিচারকের এ বেঞ্চ। লিখিত রায়ে বিচারকেরা বলেছেন, পার্লামেন্ট স্থগিত করার প্রকৃত উদ্দেশ্য ছিল, নির্বাহীদের সমালোচনা সীমিত করে দেয়া। যা সংবিধানে সুশাসনের মূলনীতির প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত।
বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে স্কটল্যান্ডের আদালতে আবেদন করেন স্কটিশ ন্যাশনাল পার্টির ৭৮ জন এমপি। দলটির এমপি জোয়ানা চেরি তাৎক্ষণিকভাবে পার্লামেন্ট সচল করার আহ্বান জানান।

পিটিশনকারী আইনজীবী জলিয়ন মঘাম কিউসি আদালতের রায়ের বিষয়ে বলেন, এই সিদ্ধান্তে মানে হচ্ছে, পার্লামেন্ট আর স্থগিত নেই।

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পূর্ব ঘোষণা অনুযায়ি মঙ্গলবার দিনের শুরুতেই পার্লামেন্ট স্থগিত হয়ে যায়। ৩১শে অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকর করতে জনসন এ উদ্যোগ নেন। এমপিদের বাধা এড়াতে এ উদ্যোগ কার্যকরের আগেই বিরোধীদের কাছে পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারান বরিস জনসন।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00



XS
SM
MD
LG