অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের মানব পাচার বিরোধী পালেরমো প্রোটোকল অনুসমর্থন বাংলাদেশের


বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহিদুল হক বলেছেন সরকার জাতিসংঘের মানব পাচার বিরোধী পালেরমো প্রোটোকল অনুসমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহিদুল হক বলেছেন সরকার জাতিসংঘের মানব পাচার বিরোধী পালেরমো প্রোটোকল অনুসমর্থনের সিদ্ধান নিয়েছে।

রোববার ঢাকায় মানব পাচার বিষয়ে সমন্বিত উদ্যোগের ওপর এক কর্মশালায় এ তথ্য জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশ শিগগিরই মানব পাচারকারীদের বিরুদ্ধে ‘ধারাবাহিক পদক্ষেপ’ নেওয়া শুরু করবে। আইনগত ভাবে কার্যকরযোগ্য এই প্রটোকলের অনুসমর্থনের নথি জাতিসংঘে পাঠানো হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন পালেরমো প্রোটোকল অনুসমর্থনের আনুষ্ঠানিকতা শেষ হলে এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো ধারাবাহিক পদক্ষেপ নেওয়া শুরু করবে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাজনৈতিক বিষয়ক কাউন্সিলর ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন মানব পাচার একটি অত্যন্ত গর্হিত অপরাধ যা মানুষের আত্ম সম্মান বোধের ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।


XS
SM
MD
LG