অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আনা একাধিক আবেদনের শুনানি


Kashmir
Kashmir

ভারতের সুপ্রিম কোর্ট আজ জম্মু ও কাশ্মীরে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে।

কাশ্মীরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আনা একাধিক আবেদনের শুনানি ছিল আজ সোমবার। আবেদনকারীদের বক্তব্য ছিল, প্রশাসনিক বাধানিষেধের কড়াকড়িতে গত টানা পাঁচ সপ্তাহ ধরে স্থানীয় বাসিন্দাদের জীবন যাপন দুর্বিসহ হয়ে গিয়েছে। দোকান বাজার বা স্কুল অফিস আদালত, কিছুই চলছে না। সব শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি এস এ নাজিরের বেঞ্চ জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে কাশ্মীরের ও কেন্দ্রীয় সরকারকে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার নির্দেশ দেয়। শিশুস্বার্থ কর্মী এনাক্ষী গাঙ্গুলির পক্ষে জানানো হয়, সামগ্রিক ভাবে কাশ্মীরিদের তো বটেই, বিশেষ করে ৬ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের এই কড়া বাধানিষেধের ফলে খুবই অসুবিধা হচ্ছে। সুপ্রিম কোর্ট বলে, জম্মু ও কাশ্মীর হাইকোর্টে এই ধরনের বিষয় নিয়ে নালিশ করুন, সর্বোচ্চ আদালতে নয়। শিশু অধিকার কর্মীর তরফে জানানো হয়েছে, কাঁটাতারের বেড়া পেরিয়ে আদালতে যাওয়া অসাধ্য। শুনে প্রধান বিচারপতি বলেন, সে কী? মানুষ বিচার পাচ্ছে না, এরকম অবস্থা হলে আমি নিজে কাশ্মীরে গিয়ে দেখব।


XS
SM
MD
LG