অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাসিনো বিরোধী অভিযানে ৯৭ ভাগ মানুষের সমর্থন


ক্যাসিনো বিরোধী অভিযানে সমর্থন রয়েছে দেশের শতকরা ৯৭ ভাগ মানুষের। মোবাইল ফোনে চালানো এক জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে

ক্যাসিনো বিরোধী অভিযানে সমর্থন রয়েছে দেশের শতকরা ৯৭ ভাগ মানুষের। মোবাইল ফোনে চালানো এক জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে।

আট বিভাগের ৪১০০ মানুষের ওপর জরিপ চালানো হয়। এর মধ্যে ২৮৬৬ জন মানুষ ফোন কল রিসিভ করেন। উত্তর দেন ১৭৬০ জন। রিসার্চ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এই জরিপ পরিচালনা করে। গত ১৮ই সেপ্টেম্বর অবৈধ ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হয়। এরপর থেকে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অনেককেই গ্রেপ্তার করা হয়। অস্ট্রেলিয়া ফেরত প্রফেসর আবুল হাসনাত জানান, তারা জরিপ চালানোর সময় ১৫ হাজার মানুষের ফোন নম্বর ব্যবহার করেছেন। অংশগ্রহণকারীদের ৭৫ ভাগ মানুষ বলেছেন, তারা সন্তুষ্ট। ২৪ ভাগ বলেছেন, মোটামুটি সন্তুষ্ট। অন্যদিকে ৩৪ ভাগ মানুষ মনে করেন বর্তমান নেতাদের কিছু সংখ্যক এই ব্যবসার সঙ্গে জড়িত। শতকরা ৮৩ ভাগ মনে করেন ভবিষ্যতে ক্যাসিনোর লাইসেন্স ইস্যু করা উচিত হবে না। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:02:10 0:00


XS
SM
MD
LG