অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করার প্রয়াস অব্যাহত


যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ইনটালিজেন্স কমিটির চেয়ারম্যান এ্যডাম শিফ আজ মঙ্গলবার মত প্রকাশ ক’রেছেন - পররাষ্ট্র দফতর যে ইউরোপিয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সোন্ডল্যান্ডকে ট্রাম্প ও ইউক্রেন কর্মকর্তাদের মধ্যেকার কথোপকথন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যে উপস্থিত না হওয়ার নির্দেশ দেয়, তার পর এখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেস বিধায়কেরা বিচার প্রক্রিয়ায় বাধাদানের দায়ে অভিশংসন বা ইমপিচমেন্ট তদন্ত শুরু ক’রতেই পারেন।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ইনটালিজেন্স কমিটির চেয়ারম্যান এ্যডাম শিফ আজ মঙ্গলবার মত প্রকাশ ক’রেছেন - পররাষ্ট্র দফতর যে ইউরোপিয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সোন্ডল্যান্ডকে ট্রাম্প ও ইউক্রেন কর্মকর্তাদের মধ্যেকার কথোপকথন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যে উপস্থিত না হওয়ার নির্দেশ দেয়, তার পর এখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেস বিধায়কেরা বিচার প্রক্রিয়ায় বাধাদানের দায়ে অভিশংসন বা ইমপিচমেন্ট তদন্ত শুরু ক’রতেই পারেন।

শিফ সংষদ ভবন ক্যাপিটাল হিলে সাংবাদিকদের বলেন – এই সাক্ষির উপস্থিতি নিশ্চিত ক’রতে, তথ্য প্রমানের উপস্থাপন ক’রতে ব্যর্থতার দায় যে কংগ্রেসের কার্যকরিতা পালনের পথে অন্তরায়, এটাই আরো একটা প্রমান, বিচার প্রক্রিয়ায় বাধাদানের চেষ্টা - আমরা তাই মনে করি।

ট্রাম্প, পররাষ্ট্র দফতরের ঐ নির্দেশের পক্ষাবলম্বনে টুইটবার্তায় লেখেন – সোন্ডল্যান্ড ঐ পুরোদস্তুর যেনতেনভাবে সাজানো ক্যাঙ্গারূ কোর্টে হাজির হ’লে কিই বা হ’তো – ওখানে তো রেপাবলিকানদের কোনো অধিকারই স্বীকৃত নয় – সত্য-মিথ্যা তো লোকচক্ষুর অন্তরালেই রয়ে যায় ওখানে।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রুদ্ধদ্বার অধিবেশনে আজ মঙ্গলবার সকালে সোন্ডল্যান্ডের হাজির হবার কথা ছিলো। কিন্তু সোন্ডল্যান্ডের উকিল বলেছেন – পররাষ্ট্র দফতরের নির্দেশ, প্রশাসনের হুকুম অনুযায়িই কাজ করায় বাধ্য ক’রেছে তাঁর মক্কেলকে।

XS
SM
MD
LG