আল কায়েদার দক্ষিন এশিয়া বিভাগের প্রধান কর্তাব্যক্তি আসীম ওমার এই গেলো মাসে, আন্যান্য আরো অনেকের সঙ্গে নিহত হন আফগানিস্তানের দক্ষিনাঞ্চলে। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা the National Directorate of Security প্রকাশ ক’রেছে এ তথ্য।
মঙ্গলবারের জারী করা বয়ানে বলা হয় – সাধারনত: নেটো জোটের সংশ্লিষ্টতায় পরিচালিত অভিযান হিসেবে যা কিনা উল্লেখিত হয়ে থাকে তেমনিই একটা অভিযানে ওমর নিহত হন হেলমান্ড প্রদেশের মূসা কালা অঞ্চলে। তখনই কিছু সংখ্যক পাকিস্তানী সহ বেশ কিছু লোককে গ্রেফতারও করা হয়।