অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইমপীচমেন্ট তদন্তে কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউক্রেন


যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে পরিচালিত ইমপীচমেন্ট তদন্ত প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে এখনো রয়েছে ইউক্রেনই। ডেমোক্র্যাটদের দাবী ট্রাম্প, কিয়েভকে চাপ দিয়েছিলেন তাঁরই রাজনৈতিক প্রতিদ্বন্দী জৌ বাইডেনের পুত্রের বিরুদ্ধে তদন্তানূসন্ধান চালানোর জন্যে।

যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে পরিচালিত ইমপীচমেন্ট তদন্ত প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে এখনো রয়েছে ইউক্রেনই। ডেমোক্র্যাটদের দাবী ট্রাম্প, কিয়েভকে চাপ দিয়েছিলেন তাঁরই রাজনৈতিক প্রতিদ্বন্দী জৌ বাইডেনের পুত্রের বিরুদ্ধে তদন্তানূসন্ধান চালানোর জন্যে। ইউক্রেইনে, প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানূকোভীচ দু’হাজার চোদ্দ সালে গদীচ্যুত হবার পর ইউক্রেইনে দূর্নীতির মূলোচ্ছেদকল্পে যে অভিযান শুরু হয় তাতে পক্ষে বিপক্ষে বিস্তর নালিশ পাল্টাপাল্টি অভিযোগ শোনা যায়। এখন ইউক্রেইনের অনেকেরই আশংকা ওয়াশিংটনের এই রাজনৈতিক মল্লযুদ্ধ না তাদের ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে।

কিয়েভের এক বাসিন্দা ভয়েস অঐ এ্যামেরিকাকে বলেন – এ রাজনৈতিক লড়াই যুক্তরাষ্ট্রের দু’ই রাজনৈতিক দল রেপাবলিকান আর ডেমোক্র্যাটের মধ্যেকার লড়াই – এটা আমাদের কোনো সমস্যা নয় মোটে। ভোলোদিমির কস্টিক জন্মসূত্রে য়ুক্রেইনের লোক – এখন থাকেন ফ্লোরিডায় – বেড়াতে গিয়েছেন কিয়েভে – বলেন, য়ুক্রেইনের সবাই নিশ্চিত জানে, এ নাটক, এ সার্কাস এ্যামেরিকা – আমাদের এতে জড়ালে চ’লবে না।

য়ুক্রেইনের বর্তমান প্রেসিডেন্ট ভোলোদোমীর যেলেনিস্কী এপ্রিল মাসে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে প্রত্যয় ব্যক্ত করেন দূর্ণিতিপরায়ান কর্তাব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার। উনি যেন এ্যামেরিকার এ ইস্যুতে জড়িয়ে না পড়েন – সতর্ক ক’রেছেন সাবেক সংষদ বিধায়ক সেরহী লেশচেনকো।

XS
SM
MD
LG