অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং এর বিক্ষোভে পুলিশী অভিযানে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত


হংকং এ গনতন্ত্রপন্থীদের বিক্ষোভে পুলিশী অভিযানে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে আবার আন্দোলন। রবিবার ঐ ঘটনার প্রতিবাদে ডাকা বিক্ষোভ থেকে সোমবার সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

হংকং এ গনতন্ত্রপন্থীদের বিক্ষোভে পুলিশী অভিযানে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে আবার আন্দোলন। রবিবার ঐ ঘটনার প্রতিবাদে ডাকা বিক্ষোভ থেকে সোমবার সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

নিহত ২২ বছর বয়সী চৌ জি লকের মৃত্যুতে শনিবার হংকং এর প্রায় সর্বত্র কয়েকটি শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হংকং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী কওলুন জেলায় এক বিক্ষোভের সময় পার্কিং লটের ছাদ থেকে পড়ে যায়। ঐ সময় পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে সে আহত হয় এবং পরে হাসপাতালে চিকিৎসা নেয়া অবস্থায় শুক্রবার মারা যায়।

হংকং এ প্রায় ৫ মাস আগে শুরু হওয়া এক্সট্রাডিশন বিল বা বিচারার্থে চীনের কাছে প্রত্যার্পন নামের প্রস্তাবিত এক আইনের বিরোধীতা্ করে শুরু হওয়া আন্দোলনে চৌ প্রথম নিহত হলেন। এই আন্দোলন এখন হংকং এ গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নিয়েছে্।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ওয়েই শি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেছেন। তিনি বলেছেন চৌ এর মৃত্যূর কারন বিষয়ে পুলিশের কাছ থেকে ষ্পষ্ট বক্তব্য দিতে হবে।

পুলিশ ঐ মৃত্যুতে তাদের দায় অস্বীকার করে বলেছে তারা চৌকে বহন করা এ্যাম্বুলেন্স বাধা দেয়ার যে অভিযোগ উঋঠেছে তা অস্বীকার করছে।

XS
SM
MD
LG