অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে অভিশংসন প্রক্রিয়া কীভাবে কাজ করে?


যুক্তরাষ্ট্রে অভিশংসন প্রক্রিয়া কীভাবে কাজ করে?
please wait

No media source currently available

0:00 0:01:26 0:00

ইমপিচমেন্ট বা অভিশংসন প্রক্রিয়ার শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে। পরিষদের একক কোনও সদস্য প্রস্তাবটি হাউজে উপস্থাপন করতে পারে, কিংবা হাউজের কোনও কমিটিও এই প্রক্রিয়াটি শুরু করার জন্য ভোট দিতে পারে। এছাড়া বিশেষ কোনও পরামর্শকের আর্জি বা প্রতিবেদনের ভিত্তিতেও প্রক্রিয়াটি হাউসে শুরু হতে পারে। একটি বিচার বিভাগীয় কমিটি সাধারণত অভিশংসন প্রস্তাবটি তদন্ত করে দেখেন যে, সেখানে অভিশংসনের কোনও ভিত্তি রয়েছে কি না। যদি তদন্তে অভিশংসনের ভিত্তি আছে বলে কমিটি মনে করে, তবে এটিকে পূর্ণাঙ্গ হাউসে একটি ইমপিচমেন্ট প্রস্তাব আকারে প্রেরণ করে। হাউস সদস্যরা তখন অভিশংসন প্রক্রিয়ার প্রসিকিউটর হিসাবে কাজ করেন। অভিশংসনের পক্ষে প্রতিটি ভোট ফৌজদারি অভিযোগের অনুরূপ: ফলে মামলাটি তখন বিচারের জন্য সেনেটে প্রেরণ করা হয়। অভিযুক্তকে তাঁর স্বপক্ষে আইনজীবী নিয়োগ, সাক্ষীকে তলব এবং তাঁদের জেরা করার অনুমতি দেওয়া হয়। রাষ্ট্রপতিকে অভিশংসনের বিচারের ক্ষেত্রে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বিচার কার্য সম্পাদন শেষে সেনেটের বিশেষ অধিবেশনে সেনেটররা ইমপিচমেন্টের প্রতিটি নিবন্ধে উন্মুক্ত ভোটাভুটিতে অংশ নেয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এপর্যন্ত রাষ্ট্রপতি, ফেডারেল বিচারক, সেনেটর এবং মন্ত্রিপরিষদ সচিবের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া উপস্থাপিত হয়েছে।

XS
SM
MD
LG