অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে স্টেম এডু্কেশন বিস্তারে তার অগ্রগণ্য ভূমিকা রাখছে এডুকেশন এন্ড কালচারাল সোসাইটি


কাজী নাসরিন সিদ্দিকা দীর্ঘ ২০ বছর শিক্ষকতা ও সমাজসেবা নিয়ে কাজ করছেন। তিনি ই.সি.এস- এডুকেশন এন্ড কালচারাল সোসাইটি এনজিও এর প্রতিষ্টাতা প্রেসিডেন্ট এবং নির্বাহী পরিচালক। বাংলাদেশে স্টেম এডু্কেশন বিস্তারে তার অগ্রগণ্য ভূমিকা রয়েছে। তার প্রতিষ্টিত প্রতিষ্ঠানের মাধ্যমে এক হাজারের উপর শিক্ষক স্টেম বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন। হাজারো ছাত্র যুক্ত হয়েছেন বিজ্ঞান মেলা, কনফারেন্স, প্রশিক্ষণের মাধ্যমে এবং উনি অর্জন করেছেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের অ্যালামনাই এক্সেলেন্স এ্যাওয়ার্ড । প্রথমবারের মত বাংলাদেশে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার ক্যাম্প আয়োজন করে যুক্ত করেছেন সেচ্ছাসেবক হিসেবে দেশ বিদেশের শতাধিক তরুণদের ঐতিহ্য,সংস্কৃতি ও কৃষ্টি রক্ষায়। । তিনি অবিরাম কাজ করছেন বিশ্ব শান্তি নিয়ে নানান দেশ এবং প্রতিষ্ঠানের সাথে। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী উন্নয়ন, বাল্যবিবাহ রোধ তার কাজের গুরুত্বপূর্ণ দিক। সার্ভিস লার্নিং এর মাধ্যমে অনেক তরুণকে উৎসাহিত করেন সমাজ পরিবর্তনে। আয়োজন করেছেন ওয়ার্কশপ, সার্ভিস লার্নিং সপ্তাহ সহ নানামূখী কর্মসূচী। তিনি ব্রুকিংস ইন্সটিটিউশন, ইউএসএ এর একজন একিডনা গ্লোবাল স্কলার। তরুণদের অমীয় শক্তি কে যথোপযুক্ত কাজে লাগাতে তার বর্তমান নতুন কিছু কাজ হল, গ্রুমিং অব ভলান্টিয়ার্স, পসিটিভ ইয়ুথ ডেভেলপমেন্ট এবং স্কিল বেইসড লার্নিং।

XS
SM
MD
LG