অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান থেকে সেনা কমানোর কোনো নির্দেশ পাননি যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষ


যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষ বলেছে আফগানিস্তান থেকে সেনা কমানোর কোনো নির্দেশ তারা পাননি। আফগানিস্তানের নিরাপত্তা রক্ষায় সহায়তার যে লক্ষ্য নিয়ে তারা সেখানে গিয়েছেন সে লক্ষ্যে আগের মতোই তারা কাজ করে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষ বলেছে আফগানিস্তান থেকে সেনা কমানোর কোনো নির্দেশ তারা পাননি। আফগানিস্তানের নিরাপত্তা রক্ষায় সহায়তার যে লক্ষ্য নিয়ে তারা সেখানে গিয়েছেন সে লক্ষ্যে আগের মতোই তারা কাজ করে যাচ্ছেন।

তবে আফগানিস্তান থেকে ভয়েস অব আমেরিকাকে জানানো হয় যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সেনা আফগানিস্তান থেকে সরিয়ে আনা হবে।

শনিবার যুক্তরাষ্ট্রের গনমাধ্যমের খবরে বলা হয় ট্রাম্প প্রশাসন চাচ্ছেন এই সপ্তাহের শেষের দিকে আফগানিস্তান থেকে ৪ হাজার সেনা কমাতে।

আফগান প্রেসিডেন্সিয়াল মুখপাত্র দাওয়া খান মিনাপাল বলেন আফগানিস্তান থেকে ৪ হাজার সেনা কমানোর সঙ্গে তালিবান শান্তি আলোচনার কোনো সম্পর্ক নেই। তবে তিনি বলেন এই সেনা কমানোর বিষয়টি একসাথে হবে না পর্যায়ক্রমে হবে।

XS
SM
MD
LG