অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে সেনা ঘাঁটিতে হামলায় সাত আফগান সেনা নিহত


আফগানিস্তানে সরকারী কর্মকর্তাদের সূত্রে বলা হ’চ্ছে – দেশটির উত্তরাঞ্চলবর্তী বালখ প্রদেশের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবানরা আর তাতে কম হ’লেও সাত আফগান সেনা নিহত হয়েছে – জখম হ’য়েছে অপর ছ’ জন।

আফগানিস্তানে সরকারী কর্মকর্তাদের সূত্রে বলা হ’চ্ছে – দেশটির উত্তরাঞ্চলবর্তী বালখ প্রদেশের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবানরা আর তাতে কম হ’লেও সাত আফগান সেনা নিহত হয়েছে – জখম হ’য়েছে অপর ছ’ জন।

আজ মঙ্গলবার কাবুলে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় – রাতভরের ঐ দুশমন হামলায় লক্ষই ছিলো দাওলাত আবাদের একটি ঘাঁটি। ঐ ঘাঁটির কাজকর্ম সম্পন্ন হ’তো আফগান আর্মী আর জাতীয় গোয়েন্দা সংস্থা NIA-এর যৌথ পরিচালনায়।

অঞ্চল প্রধাণ মোহাম্মদ ইউসুফ অবশ্য বলছেন ব’লে বলা হ’চ্ছে যে, তালেবানদের ঐ হামলায় আফগান সেনা নিহত হয়েছে কম হ’লেও পনেরো জন।

লিখিত এক বিবৃতিতে তালেবান মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ দাবী ক’রেছেন – ঐ ঘাঁটির ওপর চড়াও হ’য়ে তাদের লড়াকুরা আফগান নিরাপত্তা বাহিনীর ২০ সংখ্যক সৈনিককে হত্যা করে এবং তিনজনকে পাকড়াও করে। তারা ওখান থেকে সামরিক সরঞ্জামাদিও কব্জা ক’রেছে। দূর্বৃত্ত দলটির এরকমের দাবী দাওয়া প্রায় প্রায়ই ফুলিয়ে ফাঁপিয়েই বলতে শোনা গিয়েছে।

পৃথক আরেক ঘটনায় তালেবান দূর্বৃত্তরা মঙ্গলবার ভোরেই, পুলিশের একটি যানবহর ঘিরে ফেলে উত্তর পূর্বাঞ্চলের কাপীসা প্রদেশে। তারা অঞ্চটির পুলিশ অধিনায়ককে এবং তাঁর নিরাপত্তা প্রহরীকে হত্যা করে – ব’লেছেন স্থানীয় কর্মকর্তারা।

XS
SM
MD
LG