অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে


আজ বুধবার ইরাকের রাজধানী শহরে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ভবনে মোতায়েন আরক্ষা বাহিনী ইরান সমর্থিত মিলিশিয়া দলের নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ ক’রতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা ওখানটায় জমায়েত হয় পর পর এই দ্বিতীয় দিনের মতো।

আজ বুধবার ইরাকের রাজধানী শহরে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ভবনে মোতায়েন আরক্ষা বাহিনী ইরান সমর্থিত মিলিশিয়া দলের নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ ক’রতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা ওখানটায় জমায়েত হয় পর পর এই দ্বিতীয় দিনের মতো।

বাগদাদে, দূতাবাস ভবনের দেয়ালের বাইরে, ঐ বিক্ষোভকারীদের কেউ কেউ তাঁবু খাটিয়ে ওখানেই রাত কাটিয়েছিলো- মঙ্গলবার দূতাবাস ভবনের চৌহদ্দী ডিঙ্গিয়ে বাইরে থেকে বিপুল সংখ্যক বিক্ষোভকারী ঢুকে পড়েছিলো এবং বেশ কয়েকটি স্থানে তারা আগুন জ্বেলে ছিলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন – যুক্তরাষ্ট্রের স্থাপনায় কোনোরকমের কোনো ক্ষয়ক্ষতি বা কেউ জখম হ’লে ইরানকে তিনি তার জন্যে দায়ি ঠাওরাচ্ছেন। ট্রাম্প বলেন – এর জন্যে তাদের বড়ো মাপে মূল্য দিতে হবে- এটা কোনো সতর্কবাণী নয় – এটা হূমকিই। ঐ মঙ্গলবারেই ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্তব্য করেন – যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে যাবে তেমনটি মনে করেন না তিনি।

ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলী খামেইনী আজ বুধবার তাঁর নিজের টুইটার মন্তব্যে ইরাকে ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের কর্মকান্ডে ধিক্কার ব্যক্ত ক’রে সরাসরি ট্রাম্পের হুমকির জবাব দিয়ে লেখেন - কিছুই ক’রতে পারবেন না আপনি। খামেনী লেখেন – আপনি যদি যুক্তিবাদী হ’তেন,যা নন আপনি, তাহ’লে বুঝতে পারতেন – ইরাকে, আফগানিস্তানে আপনার অপরাধ তৎপরতার কারনে দেশে দেশে আপনার প্রতি ঘৃনাই ব্যক্ত হ’য়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর মধ্যপ্রাচ্যে সাড়ে সাত শ’ অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে – প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারের বক্তব্য মোতাবেক যা কিনা যথোপযুক্ত- এবং সতর্কতামূলক পদক্ষেপই।

XS
SM
MD
LG