অ্যাকসেসিবিলিটি লিংক

সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসির বিরোধিতায় পশ্চিমবঙ্গে ধর্মঘট


সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসির বিরোধিতায় পশ্চিমবঙ্গে ধর্মঘট
সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসির বিরোধিতায় পশ্চিমবঙ্গে ধর্মঘট

আগামীকাল ৮ই জানুয়ারি বামেদের ডাকা সারা দেশব্যাপী ধর্মঘটের মোকাবিলায় আরও কঠোর পশ্চিমবঙ্গ সরকার । সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কাজে যোগ না দিলে কাটা যাবে বেতন। ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে নবান্ন। ইস্যু সমর্থন করলেও, ধর্মঘট কোনওভাবে মানা যাবে না বলেই গঙ্গাসাগর থেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে ১৪টি বাম ট্রেড ইউনিয়ন। সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি, কেন্দ্রের বেপরোয়া বেসরকারিকরণ, বিলগ্নিকরণ-সহ একগুচ্ছ ইস্যুর বিরোধিতায় সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যদিও বামেরা যে ইস্যুগুলির বিরোধিতায় ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের তৃণমূল সরকার সেই সব ইস্যুর বিপক্ষেই সুর চড়িয়েছে এতদিন। তাই ওয়াকিবহাল মহলে কানাঘুষো জল্পনা শুরু হয়েছিল হয়তো বামেদের ধর্মঘটকে সমর্থন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই জল্পনাকে নস্যাৎ করে দিলেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর সফরে গিয়ে স্পষ্ট তিনি জানিয়ে দিলেন ধর্মঘটের ইস্যুকে সমর্থন করেন ঠিকই। তবে ধর্মঘটকে তিনি সমর্থন করেন না। তিনি আরও বলেন, “বনধ সস্তার রাজনীতি। ধর্মঘটে বহু মানুষের সমস্যা হয়। তাই ধর্মঘটের কোনও প্রয়োজন নেই।”

কলকাতা সংবাদাতা পরমাশিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00



XS
SM
MD
LG