অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে জার্মানীতে বৈঠক


লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে রবিবার জার্মানীতে বৈঠক করছেন কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী।

লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে রবিবার জার্মানীতে বৈঠক করছেন কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী।

লিবিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধের জন্য বৈঠকে তারা সুপারিশ বা চুক্তি করতে পারেন বলে খবরে বলা হয়। ২০১১ সালে লিবিয়ার স্বৈর সরকার মোয়াম্মার গাদ্দাফীর পতনের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ লেগে আছে।

জাতিসংঘ সমর্থিক প্রশাসন ত্রিপলির নিয়ন্ত্রনে থাকলেও দেশের পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রন তুরস্ক সমর্থিত একটি গোষ্ঠীর কাছে। এছাড়া কাতার ইটালীর সমর্থনে বেশ কয়েকটি গোষ্ঠী রয়েছে।

অপরদিকে জেনারেল খালিফা হিফতারের নেতৃত্বে দেশের পূর্বাঞ্চলে একটি বিদ্রোহী গোষ্ঠী ত্রিপলির নিয়ন্ত্রন নেবার চেষ্টায় লিপ্ত। তাদের সমর্থনে আছে সংযুক্ত আরব আমীরাত, মিশর ও ফ্রান্স এবং রাশিয়া।

এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা লিবিয়ার গৃহযুদ্ধ নিরসনের নানা উপায় খুঁজবেন বলে খবরে প্রকাশ করা হয়।

XS
SM
MD
LG