অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকান দেশগুলোর হাজার হাজার মানুষ ইয়েমেন হয়ে সৌদী আরবে


আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে ইয়েমেনের ভয়াবহ গৃহযুদ্ধ স্বত্বেও দরিদ্র আফ্রিকান দেশগুলোর হাজার হাজার মানুষ আদেন সাগর পাড়ি দিয়ে ইয়েমেন হয়ে সৌদী আরবে কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা করছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে ইয়েমেনের ভয়াবহ গৃহযুদ্ধ স্বত্বেও দরিদ্র আফ্রিকান দেশগুলোর হাজার হাজার মানুষ আদেন সাগর পাড়ি দিয়ে ইয়েমেন হয়ে সৌদী আরবে কাজের সন্ধানে যাওয়ার চেষ্টা করছেন।

ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে ৫ বছরেরও বেশী সময় ধরে। হাজার হাজার অসামরিক মানুষ মারা গেছে এই সময়ে। ধ্বংস হয়েছে দেশের অর্থনীতি। দারিদ্র পীড়িত গোটা দেশ। জাতিসংঘ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে ভযাবহ মানবিক সংকটে আক্রান্ত দেশ বলে উল্লেখ করে।

আইওএমের মতে গত বছর ১ লাখ ৩৮ হাজার মানুষ আদেন সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে আসেন। পরে তারা উন্নত জীবনের আশায় সৌদী আরবে যান। এ রেকর্ড ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়া শরনার্থীর চেয়ে বেশী। ভূমধ্যসাগড় পাড়ি দিয়ে বছরে বছরে ১ লাখ ১০ হাজার শরনার্থী একই সময়ে ইউরোপ যান।

ইয়েমেনে যাওয়া অধিকাংশ অভিবাসী ইথিওপিয়ার গ্রামীন ওরোমিয়া, আমহারা ও টিগরে অঞ্চলের।

XS
SM
MD
LG