অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় শুরু হয়েছে তিন ব্যাপী ২৭তম বার্ষিক ইউএস ট্রেড শো


বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন ব্যাপী ২৭তম বার্ষিক ইউএস ট্রেড শো।

বাংলাদেশের রাজধানী ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন ব্যাপী ২৭তম বার্ষিক ইউএস ট্রেড শো।

বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স বা এমচেম এবং যুক্তরাষ্ট্র দূতাবাস কর্তৃক যৌথভাবে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করে বাংলাদেশের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আশা প্রকাশ করেছেন যে এই ট্রেড শো দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যকার বিকাশমান বাণিজ্য খাতকে আরও শক্তিশালী করবে এবং এর মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্ভাবনা ও সুযোগ উন্মোচিত হবে। বাংলাদেশের শিল্প খাতে উদ্ভাবনমূলক প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়ান ওয়েগনার অনুষ্ঠানে বলেন যুক্তরাষ্ট্র মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করে যাতে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সুযোগ তৈরি হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ইউএস ট্রেড শোর চলতি আসরে ৮০টি বুথে যুক্তরাষ্ট্রের শতাধিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। এছাড়া ট্রেড শো চলাকালীন সময়ে চারটি তথ্যবহুল সেমিনার হওয়ার কথা রয়েছে।

XS
SM
MD
LG