অ্যাকসেসিবিলিটি লিংক

নরেন্দ্র মোদির ঢাকায় আগমনের প্রস্তুতিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায়


মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আগমনের প্রস্তুতি সম্পাদনের বিষয়ে আলোচনার জন্যে সোমবার দুই দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আগমনের প্রস্তুতি সম্পাদনের বিষয়ে আলোচনার জন্যে সোমবার দুই দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

দুই দিনের সফরে ঢাকায় এসে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, এনআরসি এবং নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপরে কোন নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে না। সকালে ঢাকায় বাংলাদেশ-ভারত সম্পর্ক শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

সেমিনারে ভারতের পররাষ্ট্র সচিব সীমান্ত হত্যাকে দুঃখজনক বলে মন্তব্য করেন এবং এ বছরেই মধ্যেই তিস্তা নদীর পানি বন্টন সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশকে সহায়তা করবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। অপরাহ্নে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেন। ড. মোমেন জানিয়েছেন, ১৭ মার্চ ২ দিনের সফরে ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র সচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করেন। ভারতের পররাষ্ট্র সচিব সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকা থেকে আমীর খসরু


XS
SM
MD
LG