অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের শীর্ষ দূত বলেছে, যুদ্ধ বিদ্ধস্ত দেশ সিরিয়ায় করোনা ভাইরাস নতুন বিপর্যয় হতে পারে


FILE PHOTO: An internally displaced Syrian girl wears a face mask as members of the Syrian Civil defence sanitize the Bab Al-Nour internally displaced persons camp, to prevent the spread of coronavirus disease (COVID-19) in Azaz, Syria March 26,…
FILE PHOTO: An internally displaced Syrian girl wears a face mask as members of the Syrian Civil defence sanitize the Bab Al-Nour internally displaced persons camp, to prevent the spread of coronavirus disease (COVID-19) in Azaz, Syria March 26,…

সিরিয়ার জন্য জাতিসংঘের শীর্ষ দূত হুঁশিয়ারি দিয়েছেন যে করনোভাইরাস যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য একটি নতুন "বিপর্যয়" হতে পারে এবং দেশব্যাপী যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা উচিত।

সিরিয়া আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাস এ ১০ জন সংক্রমনের খবর জানিয়েছে। এবং একটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে। তবে সরকার কতটা ব্যাপকভাবে আথবা আদৌ সরকার জনগনের ওপর করোনা ভাইরাস টেস্ট করছে নাকি সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

XS
SM
MD
LG